1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ার বাক্তা নাওগাও ও রাঙ্গামাটিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী সভা - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনের কাটখালে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহীন রেজা চৌধুরীর বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে রিগান হত্যা মামলায় ডিবির অভিযানে ২ জন আটক সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহীন রেজা চৌধুরী দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন -পিতার আহাজারি পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ী আটক নালিতাবাড়ীতে পাগলা মহিষের তাণ্ডব, শিক্ষক গুরুতর আহত ময়মনসিংহে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতির ইন্তেকাল

ফুলবাড়িয়ার বাক্তা নাওগাও ও রাঙ্গামাটিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী সভা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার বাক্তা নাওগাও এবং রাঙ্গামাটিয়া ইউনিয়নে ওয়ার্ড কমিটির কার্যকরী কমিটির পৃথক সভা হয়। শনিবার সকালে বাক্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নিশ্চিন্তপুর নতুন বাজার, দুপুরে নাওগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং বিকালে রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট উচ্চ বিদ্যালয়ে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হয়।

বাক্তার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ বাঙালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় এই সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল উপস্থিত ছিলেন।
নাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পুলিন চন্দ্র দাসের সভাপতিত্বে পলাশ বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যকরী কমিটির সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ ও নাওগাও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য আনোয়ারুল হক তালুকদার মঞ্জু, নাওগাও ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী ও দায়িত্বশীল এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে দৃঢ়
করতে গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি এবং জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক ফুলবাড়িয়ার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা হচ্ছে। তৃণমূলে দল সংগঠিত থাকলে যতই ষড়যন্ত্র হোক না কেন আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে গতিশীল করতে কাজ করছেন। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ একইভাবে দলের গঠনতন্ত্র মোতাবেক ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সভা করছে। আগামীতে প্রতিটি ওয়ার্ডে ৩ মাস অন্তর অন্তর কার্যকরী সভা করতে হবে, উপজেলা আওয়ামী লীগ সেই চেষ্টা করছে। নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৫ বছরে সারা দেশের মত ফুলবাড়িয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নগুলো বেশি করে প্রচার করতে হবে। বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভুমিকা নিতে হবে। এছাড়া নেতৃবৃন্দ পুটিজানা ইউনিয়নের বেরিবাড়ি ঈদগাহ মাঠে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের নামাজে জানাজায় অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD