বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে রবিবার সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ লক্ষে বিকাল ৫টায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হন। পরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রাজ্জাক, পৌর মেয়র গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকলস্তরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে শাহজালাল রোড মোড়ে শেষ হয়। সমাপনি বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু রাজনীতির নামে বিএনপি জামাত সহ যারাই হোক না কেন অপরাজনীতি এবং জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করলে আমরা যে কোন তা প্রতিহত করবো। প্রশাসনের উদ্দেশ্য তিনি আরো বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিতে সঠিক দায়িত্ব পালনে আইন শৃংখলা বাহিনী ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়ভার আইন শৃংখলা বাহিনীকেই নিতে হবে।