টাংগাইল জেলার মধুপুর থানা এলাকা হতে ১৪.৫০০ (চৌদ্দ কেজি পাঁচশত গ্রাম) কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকার এবং স্বামী-স্ত্রীসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-১৪ ।
গতকাল ০৪ আগস্ট ২০২২ বিকাল ৩.৫০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এবং এডি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে টাংগাইল জেলার মধুপুর থানাধীন জলছত্র বাজারে অভিযান পরিচালনা করে মোঃ জাকির হোসেন (৪৬), পিতা- মৃত আব্দুল কাদের শিকদার, সাং- ষষ্টীতলা, থানা- কোতোয়ালী, জেলা-যশোর, মোছাঃ জরিনা বেগম (৩৩), স্বামী- মোঃ আলমগীর মিয়া, ও মোঃ আলমঙ্গীর মিয়া (৩৫), পিতা- মৃত সুলতান মিয়া, উভয়সাং- কালিপুর, উভয় থানা- ভৈরব, উভয় জেলা কিশোরগঞ্জদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১৪.৫০০ (চৌদ্দ কেজি পাঁচশত গ্রাম) কেজি শুকনা গাঁজা, ০১(এক) টি প্রাইভেটকার এবং নগদ ২৪,৪৭৫/- (চব্বিশ হাজার চারশত পচাত্তর) টাকা, ০৩(তিন)টি মোবাইল সেটসহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয় করিয়া যুবসমাজকে ধ্বংস করিয়া আসিতেছে এব্যাপারে র্যাব কর্তৃক বাদী হয়ে টাংগাইল জেলার মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।