মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৪ কেজি ২০০গ্রাম গাজা উদ্ধার করে ১ জনকে গ্রেফতার করেছে, পলাতক রয়েছে আরও ৩ জন।
সংস্থাটি জানায়, গতকাল ২০ সেপ্টেম্বর বিকাল ৫.০০ ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এ এসআই আমেনা বেগম, গাড়ি চালক মোঃ শরীফ হোসেন সিপাই মো: মাহমুদুল হাসান, সিপাই মোঃ রাজু মিয়া, এদের সমন্বয়ে গঠিত একটি টিম মুক্তাগাছা থানার রমেশ বাড়ি গ্রামস্থ মোঃ জবান আলীর চৌচালা টিনের বসতঘরের ভিতরে হইতে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেন।
অপর একটি অভিযানে রমেশ বাড়ি গ্রামের মোঃ ইসরাফিলের বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর হতে ২০০ গ্রাম গাঁজা সহ মোঃ মোফাজ্জল হোসেন নামে একজনকে গ্রেফতার করেন। দুইটি পৃথক ঘটনায় পরিদর্শক মোঃ আমিনুল কবির পলাতক আসামিগণ মোঃ জবান আলী,তার স্ত্রী মোছা: নিলুফা খাতুন, ছেলে মোঃ আলম এবং গ্রেপ্তার আসামি মোঃ মোফাজ্জল হোসেন এদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটো মামলা দায়ের করেন।
জানা যায় দীর্ঘদিন যাবত জবান আলী পাইকারি ভাবে মুক্তাগাছা থানার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল ।