ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি অভিযান চালিয়ে পর্ণেোগাফী মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ০৮.১৭ ঘটিকায় অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে একজন অজ্ঞাতনামা লোক বাদীর মেয়ের মোবাইল নাম্বারে কল দিয়ে বাদীর মেয়েকে বলে যে, তোমার আপত্তীকর অশ্লীল ভিডিও আমার মোবাইল ফোনে আছে, তুমি যদি আমার সাথে গোপনে দেখা না করো তাহলে তোমার গোপন আপত্তীকর ভিডিও ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে দিবো। পরবর্তীতে বাদীর মেয়ে তার কথামতে রাজি না হলে পূণরায় ২৪ সেপ্টেম্বর সকাল ০৯.২০ ঘটিকার সময় সেই অজ্ঞাতনামা ব্যক্তি একই মোবাইল নাম্বার হইতে বাদীর মেয়ের উক্ত মোবাইল নাম্বারে কল দিয়ে কু-প্রস্তাব দিতে থাকে। কিন্তু বাদীর মেয়ে তার কথামতে রাজি না হয়ে বাদীকে মোবাইল ফোনের মাধ্যমে উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত বাদীকে জানায়। পরবর্তীতে বাদী ও তাহার মেয়ে উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডিবি পুলিশকে অবগত করে। বাদী ও বাদীর মেয়েসহ ডিবি পুলিশ ময়মনসিংহকে অবহিত করিলে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নির্দেশক্রমে এসআই(নিঃ) মোঃ আশরাফুল আলম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন তাজমোহল মোড়ে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬সেপ্টেম্বর ১৬.০৫ ঘটিকায় আটক করে। ডিবি পুলিশ আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেট হইতে তার নিজস্ব মোবাইল ফোন VIVO-Y03, যার মোবাইল নম্বর উদ্ধার করে এবং উদ্ধারকৃত মোবাইল ফোনে বিভিন্ন এ্যাপস/সামাজিক যোগাযোগ মাধ্যম এর ভিতরে সংরক্ষিত বাদীর মেয়ে এর ০২(দুই) টি অশ্লীল আপত্তীকর ভিডিও পাওয়া যায়।