গতকাল ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে একটি টিম কোতোয়ালি থানাধীন উজান ঘাগড়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান ওরফে বিশাল কে তার সহযোগী মো: সাকিবুর রহমান সহ গ্রেপ্তার করেন।
মোঃ মেহেদী হাসান উজান ঘাগড়া গ্রামস্থ মো: হেলাল উদ্দিনের ছেলে। তার সহযোগী মোঃ সাকিবুর রহমান একই গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ আমিনুল কবির একটি টিমসহ তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে বুপ্রেনোরফাইন হাইড্রোক্লোরাইড যুক্ত কুপিজেসিক ইনজেকশন ২৭ এম্পুল এবং ডায়াজিপাম যুক্ত ইজিয়াম ইনজেকশন ৭০ এম্পুল সকাল সাড়ে ১১ টায় উদ্ধার ও জব্দ করেন।
মো: মেহেদী হাসান ওরফে বিশাল দীর্ঘদিন ধরে নেশার ইনজেকশন বিক্রি করে আসছিল। ইতিপূর্বেও তার বিরুদ্ধে নেশার ইনজেকশনের মামলা আছে বলে জানা যায়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ আমিনুল কবির জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় সেনাবাহিনীদের সাথে নিয়ে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনার অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়ে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ জুবায়ের এর সার্বিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানা একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।