ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের এর অভিযানে ৪০ টি ভারতীয় মদের বোতলসহ গ্রেফতার-০১।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজার ৫০ গজ পূর্বে ফুটপাত ও বাউন্ডারী সংলগ্ন সরকারী রাস্তার পার্শ্ব হইতে ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ ০৭.৩০ ঘটিকায় ৪০ টি বোতল ভারতীয় মদের বোতল সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৭), পিতা-মোঃ ইলিয়াছ উদ্দিন, মাতা-মোছাঃ রাশেদা খাতুন, সাং-চকনা পাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৪০ টি ভারতীয় মদের বোতল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।