ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়নের টিসিবি’র পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ। প্রতিমাসে প্রত্যেক কার্ডধারীরা পণ্য না নিয়েই খালিহাতে ফিরছেন অনেকে। অভিযোগ রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া হচ্ছে না পণ্য। অথচ প্রভাবশালীরা বিনা কার্ডে এ পণ্য নিয়ে যাচ্ছে অহরহ। অনিয়মের বিষয়ে জনপ্রতিনিধিরা দিচ্ছেন দায়সারা যুক্তি।
এছাড়াও প্রকৃত কার্ডধারী উপস্থিত থাকতেও কার্ড ব্যাতিত লোকদের পণ্য বিতরণ করা হয়। বিতরণের দিন সকালে নির্দিষ্ট সময় থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিতরণের নিয়ম থাকলেও দুপুর ২ টা থেক ৩ টার মধ্যে তা শেষ করে চলে যায়। এতে সরকারের দেয়া সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত অসহায়, ক্ষুধার্থ ও নিম্ন আয়ের মানুষজন। মাঠ পর্যায়ে তদারকি করার জন্য ট্যাগ অফিসার থাকার কথা কোন কর্মকর্তা না থাকায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম-দুর্নীতির হয়েছে বলে অভিযোগ স্হানীয়দের ।
পরানগঞ্জ বাজারে টিসিবি’র মেসার্স আজিজ ট্রেডার্স প্রোপাইটার সুজন মিয়া নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম-দুর্নীতির কথা অতীতেও শোনা গেছে। তবে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর এই অনিয়ম-দুর্নীতি নতুন মাত্রা পেয়েছে। স্হানীয় ভ্যান গাড়ি চালক সাইদুল ইসলাম বলেন অনুমান ২০/৩০টি বস্তা চাউলগাড়ি দিয়ে টিসিবি’র চাউল খোকন মাস্টারের গোডাউনে মধুত করে দুইদিন পরে চাউলের ব্যাপারী মজিবর রহমান পিতা মোঃ মহেজ উদ্দিন মোঃ বিল্লাল হোসেন পিতা মৃত সর্বসাং চর বওলা নিকট বিক্রি করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো। প্রকৃত কার্ডধারীরা যাতে পণ্য পায় এবং নির্দ্দিষ্ট সময় পর্যন্ত যাতে পণ্য বিতরণ করা হয় তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এসব অভিযোগের দ্রুত সুরাহা করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যেন পণ্য কিনতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করাও হয়েছে বলে জানন তিনি।
হতদরিদ্র অসহায়, ক্ষুধার্থ ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জনিয়েছেন উপকারভোগীরা।