“পুলিশ সুপার, ময়মনসিংহ এর পদোন্নতি প্রাপ্তিতে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর,২০২৪) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে পুলিশ সুপার, ময়মনসিংহ- মোঃ আজিজুল ইসলাম এর পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্তিতে র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ নুরে আলম বিপিএম সহ রেঞ্জ অফিস, ময়মনসিংহ ও জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।