ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া ১জন আসামী গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, ময়মনসিংহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ আজমল হোসেন (৩৬), পিতা- মোঃ ইয়াকুব আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-উজান ঘাগড়া, ০২ নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইন, মূলা অনুমান১,৪০,০০০/-(এক লক্ষ চল্লিশ) হজার টাকা উদ্ধারকরেন।
আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।