স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে এগারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার কওে আইনের আওতায় কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই রাশেদুল ইসলামদের নেতৃত্বে একটি টীম ঢাকা বাইপাস- আকুয়া বাইপাস মহাসড়কের মধ্য বাড়েরা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শাহাজাদা সাড়ে ৮ হাজার মুল্যেও নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী পুরাতন জুটমিল গেইটের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হায়াত ও মোঃ এরশাদ মিয়াকে ৩০০ পিচ নেশাজাতীয় মাদক দ্রব্যকথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একটি টীম অষ্টধার বাজার এলাকা থেকে কংকাল চুরি মামলার আসামী সোহেল ওরফে ভূট্টু, শাকিলুজ্জামান বাবু ও ইব্রাহিম ওরফে ইভিকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রাশেদুল ইসলাম, দিদার আলম, এএসআই বিল্লাল হোসেন পরোয়ানাভুক্ত তিনজন এবং এসআইআনিছুর রহমান সাজাপ্রাপ্ত আরো একজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলো মিয়া, মোঃ আলো মিয়া, মোঃ মেরাজ ও মোঃ হেলাল উদ্দিন ওরফে হেলু, এছাড়া সাজাপ্রাপ্ত আসামী হলো, হেলাল ওরফে বেনসন হেলাল (পলাশ)। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।