ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩০ অক্টোর গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রফিকুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী মোঃ মাসুম রহমান (৩০)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আকরাম (৩২)কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মনোয়ার হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী প্রান্ত @ আলামিন (২৫),খোরশেদ (২৬) ও মোঃ আরিফ (১৯)দেরকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) সোহরাব হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী নুর মোহাম্মদ আলী (২৫)কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) শওকত হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জুয়া আইনের আসামী মোঃ কাজল হাসান (৩৮) ও মোঃ আব্দুল খালেক (৩৯)দ্বয়কে গ্রেফতার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী মোঃ কাজল হাসান (৩৮) ও মোঃ আব্দুল খালেক (৩৯)দ্বয়কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই দেবাশীষ সাহা ও মোজাম্মেল হকদ্বয় থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা ও ০১টি সিআর পরোয়ানা সহ মোট ০২টি বডি তামিল করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম = মহসীন ও মোঃ সাজ্জাদ হোসেন সারোয়ার ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।