1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের আসামী গ্রেফতার করেছে ডিবি নালিতাবাড়ীতে সেনাবাহিনীর অভিযান: দুটি ট্রাক বোঝাই ভারতীয় জিরা ও কম্বল জব্দ রিসোর্ট নয়! এযেন আওয়ামীলীগ নেতার মিনি পতিতালয় মদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে নগদ টাকা ও ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ময়মনসিংহে ১৪২ কেজি গাজাসহ দুইজন গ্রেফতার ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পুলিশ নিয়ে হাজির ইউএনও ত্রিশালের অপরাধ নির্মূলে ওসি মনসুর আহাম্মদ

নালিতাবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আমীনের মনগড়া সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির সিংহভাগ নেতাকর্মী।

সাবেক মেয়র ভিপি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন,নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন।

স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি ঠিক তখনি নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরল আমীন গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে কিছু ভারসাম্যহীন ও বানোয়াট কথা বলেছেন যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। যা দলের ইমেজ ক্ষুণ্ণ করেছেন।দলের সিংহভাগ নেতাকর্মীকে চাঁদাবাজির ট্যাগ লাগিয়েছেন। এই অসত্য ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মহোদয়ের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিরও লিখিত প্রতিবাদ জানান।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,রাষ্ট্রপতি অপসারণের জন্য কিছু সংখ্যক অনুসারী নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন, সেটাও দলীয় সিদ্ধান্তের বাইরে।এই হঠকারী সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান। এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির ট্যাগ লাগিয়েছেন যা অযৌক্তিক ও অসত্য। আর এই কর্মকাণ্ডের প্রেক্ষিতে জেলা বিএনপি বরাবর অভিযোগ দাখিল করবেন বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, মানিক মিয়া, সামিদুল হক জামাই, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, ছাত্র দলের সভাপতি আপন সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান , যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার , রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, রাজনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদা মিয়া, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী, নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রহুল আমিন প্রমুখ।

সভায় উপজেলা-শহর বিএনপি শ্রমিকদল, ছাত্রদল, সহ উপজেলা যুবদল ও শহর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD