1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
খাদ্য বিভাগের ওয়াহিদুজ্জামান দূর্নীতি করতেন মির্জা আজমের দোহাই দিয়ে - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে বাইক রাইডার হত্যা পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন গ্রেফতার ৩ তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার অফিস কক্ষে মিললো আওয়ামী পন্থী কর্মকর্তার মৃত দেহ ময়মনসিংহে তারুণ্যের উৎসব ২০২৫ মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ স্টেশন রোড বিদ্যুৎ বিতরণের মাঠ পর্যায়ে দালালীপনা গ্রাহক ভোগান্তি চরমে লক্ষিপুরের ইউপি সদস্য হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই গ্রেফতার ৪ ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে গ্রেফতার ৮

খাদ্য বিভাগের ওয়াহিদুজ্জামান দূর্নীতি করতেন মির্জা আজমের দোহাই দিয়ে

শেখ মামুনুর রশিদ মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

জামালপুর জেলার এক সময় একটি কুখ্যাত নাম ছিলো মীর্জা আজম। জনশ্রুতি আছে মীর্জা আজম ছিলো পতিত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে  কাপুরুষের মতো পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান হাত।
আরও জনশ্রুতি আছে শেখ হাসিনা মাফিয়াদের খুব ভালবাসতেন তাই তিনি মির্জা আজমকে রেখেছিলেন তার ডান হাত হিসেবে।
পুরো জামালপুর জেলায় মির্জা আজমের কন্ঠে কন্ঠ মিলিয়ে কথা বলার কেউ ছিলোনা – লুটেরাও কেউ ছিলোনা। তবে একজন ছিলো। ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান ছিলো জামালপুরের মেলান্দহ থানার ওসি এলএসডি।
মির্জা আজম মেলান্দহ থেকে একাই এমপি হয়েছে বারবার। জানা গেছে, মির্জা আজমের স্বার্থ চরিতার্থ  করার জন্য মির্জা সাহেব নাকি মেলান্দহের ওসি এলএসডি  করে আনে ওয়াহিদুজ্জামানকে। বাংলাদেশ খাদ্য বিভাগের মেলান্দহের  ওসি   এলএসডি ওয়াহিদুজ্জামানকে আর পায় কে ?
মির্জা আজমের পায়ের ধূলো নিয়ে ওয়াহিদুজ্জামানই মেলান্দহের দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দেয়।
প্রধানমন্ত্রীর পরেই বাংলাদেশের প্রভাবশালী এমপি মির্জা আজমের পোষ্যতূল্য ওয়াহিজ্জামান ওসিএলএসডি হিসেবে যত্র-তত্র শুরু করে দেয় ধানের রাজা হিসেবে  খ্যত মেলান্দহ স্টেশনে দূর্ণীতি আর ব্যপক লুটপাট। ঘুষের বিনিময়ে পঁচা নিকৃষ্ট মানের চাউল ক্রয় করে  আর মির্জা সাহেবের নির্দেশেই বিপুল অংকের বিল-ভাউচারে ব্যপক লুটতরাজ শুরু করে দেয় ওসি এলএসডি ওয়াহিদুজ্জামান। জবাবদিহিতার কেই নেই মেলান্দহ অঞ্চলে। এমপি মির্জা আজমকে পূঁজি করে কপাল খুলে গেলো ওয়াহিদুজ্জামানের। একদিকে কাঁড়ি কাড়ি কাঁচা টাকায় দুই হাত ভরতে থাকে তার। দেদারসে কিনতে থাকে ময়মনসিংহের নতুন বাজার মোড়ে বহুতল ভবণে ফ্ল্যাট  অমুক জায়গায় আরেক ফ্ল্যাট কৃষিজমি ফিশারি খামারবাড়ি ইত্যাদি। কিন্তু একসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে খোঁজাখুঁজি শুরু করলে ওয়াহিদুজ্জামানকে বদলি করে দেয়া হয় ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ উপজেলার আঠারবাড়িতে।
জানা গেছে, এতে সন্তষ্ট হতে পারেননি মেলান্দহবাসী।
জানা গেছে, মেলান্দহবাসী চেয়েছিলেন ওয়াহিদুজ্জামানের আরও কঠিন শাস্তি। কিন্তু পর্যবেক্ষনে দেখা যায় এই বদলিতে ওয়াহিদুজ্জামানের তিরস্কার নয় বরং পুরস্কারই হয়েছে কারণ আঠারবাড়িও একটি সর্ব্বোত্তম জায়গা। সুতরাং এখানে লুটপাট করতে আরও সহজসাধ্য।
সচেতনমহল বলছেন এখন সৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পালিয়েছে। মির্জা সাহেবও লাপাত্তা।
জামালপুর -মেলান্দহবাসী খাদ্য উপদেষ্টা এবং খাদ্য মন্ত্রনালয়ের উচ্চপদস্হ কর্মকর্তাদের প্রতি বর্তমানে আঠারবাড়ীতে কর্মরত খাদ্য বিভাগের ওসি এলএসডি (খাদ্য পরিদর্শক) ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের  মাধ্যমে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নতুবা তাকে হিলট্র্যাকসে শাস্তি মুলক বদলির জন্যে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD