স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে অপহৃত স্কুলছাত্রী নীলিমা সাতদিনের মধ্যে উদ্ধার হয়েছে। নগরীর থানাঘাট এলাকা থেকে রবিবার উদ্ধার কওে ময়মনসিংহ পিবিআই।
গৌরীপুরের সেলিম মিয়ার স্কুল পড়–য়া মেয়ে নিলীমর সাথে একই এলাকার দেলোয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে পালিয়ে যায়। এ ঘটনায় নিলীমার পিতা মোঃ সেলিম মিয়া বাদী হয়ে বিজ্ঞ বিচারক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ময়মনসিংহে নারী ও শিশু দরখাস্ত মামলা নং-১৪৯/২০২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ মামলা দায়ের করেন।
পিবিআইয়ের ময়মনসিংহের এসপি গৌতম কুমার বিশ^াস জানান, উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান মামলাটি তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত নিলীমার অবস্থান সনাক্ত পূর্বক অদ্য রবিবার নগরীর থানাঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করেন। তিনি আরো বলেন, এটি একটি চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণের ঘটনা। আদালতের নির্দেশে গত ১ আগষ্ট মামলাটির তদন্তভার পিবিআই, ময়মনসিংহকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক নিলীমাকে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার তাকে উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রায় দুই বছর পূর্বে দেলোয়ারের সাথে নিলীমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নিলীমার মা-বাবা অন্যত্র তার বিবাহ ঠিক করলে গত ৭ জুলাই দেলোয়ারের বাড়ীতে চলে যায় নিলীমা। দেলোয়ারের মা-বাবা এলাকার লোকজন ও নিলীমার মা-বাবাকে ডাকে। তারা সেখানে কেউ না গিয়ে মামলা করেন। উদ্ধারকৃত ভিকটিম নিলীমাকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ময়মনসিংহে উপস্থাপন করা হলে ভিকটিম নিলীমা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ২২ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে।