ময়মনসিংহ শহরের এক ভুক্তভোগী কোতোয়ালী থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরীর আবেদন করেন যে, গত এক বছর পূর্বে অজ্ঞাতনাম বিবাদীর ফেসবুক একাউন্ট (Pilots Miraz) এর সহিত আমার ফেসবুকে তার পরিচয় হয়।সে নিজেকে বিমান বাহিনীর পাইলট হিসোবে পরিচয় প্রদান করেন। তার সহিত পরিচয় হওয়ার পর কিছুদিন পর আমাকে চাকুরী দিবে বলিয়া তার নিকট হইতে জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এসএসসি এবং এইচএসসির সনদপত্র, মার্কসীট, তার পাসপোর্ট সাইজের ছবি ম্যাসেঞ্জারের মাধ্যমে নেয়। পরবর্তীতে সে চাকুরী নিবোনা বলে জানালে অজ্ঞাত নামা লোকরা অনেক ভয়ভিতি প্রদর্শন করে। তাদের ফেসবুক আইডির লিং জিডিতে উল্লেখ করেন ভুক্তভোগী।( এমন ভুয়া পরিচয় দিয়ে প্রতারনা করায়, ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ একজনকে গ্রেফতার করেছিল, যার ছবি দেয়া হলো)