ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ১ টি মোবাইল সেটসহ দুইজনকে গ্রেফতার গ্রেফতার করা হয়। জেলার গৌরীপুরের বোকাইনগর ত্রিশঘর এলাকা থেকে সোমবার সন্ধায় এ বিপুল পরিমাণ গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পলাতক দুইজনসহ চারজনের নামে গৌরীপুর থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালের জোরালো তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতা গোয়েন্দা নজরদারীর পর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সমন্বয়ে সোমবার গৌরীপুরের বোকাইনগর ত্রিশঘর গ্রামের আবেদা বেগমের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪২ কেজি গাঁজা ও ১ টি মোবাইল সেটসহ আলোচিত কুখ্যাতমাদক ব্যবসায়ী শরীফ মিয়া ও মোকছেদুল জিমকে গ্রেফতার করে। এর বসতঘরের মালিক আবেদা বেগম ও সিন্ডিকেটের অন্যহোতা বাবুল মিয়া পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে এই কর্মকর্তা আরো জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে গাঁজা সংগ্রহ করে পাইকারিভাবে বিক্রয় করে আসছে। এই নেটওয়ার্কের অন্যদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনার চেস্টা চলছে বলে এই কর্মকর্তা দাবি করেন। গ্রেফতারকৃত দুইজন ও পলাতক দুইজনসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরীপুর থানায় মামলা করা হয়েছে।