ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ চক শ্যামরামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি ২০২৫ইং) সন্ধ্যা ৬ টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুর গ্রামে আব্দুল সামাদ গংদের জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করিলে বাধাঁ দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাড়ির ঘরে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে। এতে আব্দুল সামাদের পক্ষে ৯ জন আহত হয়, আহতরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল রহমান, মোঃ ইব্রাহিম, মোছাঃ নাজমা আক্তার, সাসী আক্তার, আকলিমা খাতুন, মোছাঃ নাজমা বেগম। অপরদিকে সালাম মিয়ার পক্ষে কোন দুর্ঘটনা ঘটে নাই।
এই ঘটনাই আব্দুল সামাদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। মামলার নং-২০ মামলার প্রধান আসামী মোঃ সালাম সহ ১২ জন আসামী করা হয় আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বাদী আব্দুল সামাদ অভিযোগ করেন, এফ আই আরকৃত মামলার প্রধান আসামী সালাম সহ তার দলবল দেশীয় অস্ত্রসহ বাদীর বাড়ির চারপাশে ঘুরে বাদী পক্ষকে দিচ্ছে হত্যার হুমকি। আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না বাদী পক্ষ। থানায় মামলা দায়ের করার এক সপ্তাহ পরেও ধরাছোঁয়ার বাইরে আসামীরা। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চক শ্যামরামপুর গ্রামে। ভুক্তভোগী আব্দুল সামাদ বলেন মামলা তুলে না নিলে আমাকে এবং আমার পরিবারের লোকদের হত্যার হুমকিও দিয়েছে। সালাম ও তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকাবাসীও মুখ খোলার সাহস পাচ্ছে না। দেশীয় অস্ত্র নিয়ে মামলার সাক্ষীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ায় সাক্ষীরাও ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।