গত ০৯ আগষ্ট ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড় কবরস্থান রোডস্থ আসামী রিনা বেগম এর স্বামী আলতাফ হোসেন এর আধাপাকা বিশিষ্ট বসত বাড়ী হইতে মাদক মামলার আসামী রিনা বেগম (৪৮), স্বামী– আলতাফ হোসেন, সাং– মাসকান্দা গনশার মোড় কবরস্থান রোড, থানা–কোতোয়ালী, জেলা–ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রহমতপুর বাজার এলাকা হইতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোঃ রনি (২২), পিতা–মোঃ রবিউল, সাং–রহমতপুর, থানা–কোতোয়ালী, জেলা–ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।