গত ১৬ আগস্ট ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদামস্ত ময়মনসিংহ বাসস্ট্যান্ড পাবলিক টয়লেটের পার্শ্বে জনৈক শরীফের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী ১। মোঃ আব্দুল রোহান (৩০), পিতা-আব্দুল কাশেম, সাং-কাটলী, খানা- নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১। একটি স্টীলের ফোল্ডিং চাকু, যাহার একপাশ ধারালো, যাহা লম্বা অনুমান ১৬ সেঃ মিঃ এবং বাটের অংশ অনুমান ৯ সেঃ মিঃ, চাকুটির বাটের উভয় পার্শ্বে খয়েরী এবং কালো রংয়ের প্লাস্টিক, পিন দ্ধারা আটকানো উদ্ধার করা হয়।
ইহা ছাড়াও এসআই (নিঃ) আশিকুল হাসান, এসআই (নিঃ) জহিরুল ইসলাম ও এএসআই (নিঃ) বিল্লাল হোসেন এবং এএসআই (নিঃ) সোহরাব হোসেন, এএসআই (নিঃ) রুহুল আমিন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর, ০৩টি সিআর ও ০১টি সিআর সাজা বডি তামিল করেন।
জিআর পরোয়ানাভূক্ত আসামী হৃদয় (২১)কে এবং সিআর পরোয়ানাভূক্ত আসামী ০৩ জনকে গ্রেফতার করেন। তারা হলেন মোঃ আব্দুস ছাত্তার রতন ও মাহবুবুর রহমান কে গ্রেফতার করেন।
সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী ০১ জনকে গ্রেফতার করেন। তারা হলেন মাহবুবুর রহমান, পিতা-হাজী মো: মিজানুর রহমান।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।