স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী ও পরোয়ানাভুক্তসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে পাড়াইল থেকে হত্যা মামলার আসামী সুজন আকন্দকে গ্রেফতার করে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলায় মোঃ পাপ্পু, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম বোররচর ভাটিপাড়া এলাকা থেকে মাদক মামলার পলাতক এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে। এছাড়া এএসআই রেজাউল করিম এবং এএসআই হযরত আলী পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত ২ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, বোররচর বাটিপাড়ার জীবন। উল্লেখ্য জীবনের নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।