মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এককেজি ৫০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৮শত টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। শনিবার (২০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে এ তথ্য জানান উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। তিনি বলেন, শুক্রবার রাতে ময়মনসিংহের একটি হোটেল থেকে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর থেকে দুই বোন রুবিনা ও রুমাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এককেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি টাকার বেশি হবে।