স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, চুরি, ছিনতাইমুক্ত রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ সাতজনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই উজ্জল সাহার নেতৃত্বে একটি টীম নগরীর বাঘমারা মেডিকেল কলেজ হোস্টেল গেইটের সামনে থেকে মাদক মামলার আসামী সেহড়া মুন্সিবাড়ির আমিনুল ইসলামকে ১৮ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ঢাকা-ময়মনসিংহ রোডের বাইপাস মোড় দস্যুতার চেষ্টা মামলার আসামী ইটাখোলা রোডের মোঃ সাজ্জাদকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এছাড়া এসআই মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, আনিছুর রহমান এবং এএসআই আল আমিন, সাইফুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করে। তারা হলো, নোমান, রফিকুল ইসলাম মিন্টু, মনির হোসেন, ফোরকান আলী ও মোঃ মানিক মিয়া। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।