1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার পুর্বধলায় ট্রেনের ইঞ্জিনে আগুন ময়মনসিংহে বালু বোঝাই লড়ি গাড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু ময়মনসিংহে জামায়াতের উদ্যোগে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহে এনেসথেসিওলজিস্ট কার্যকরী পরিষদের প‌্যা‌নেল প‌রি‌চিতি সভা ময়মনসিংহে অটোরিকশা-মাহিন্দ্র ট্রাক সংঘর্ষে নিহত-২ গফরগাও সরকারী বালু নিয়ে ইউএনও ও বিএনপির বিরোধ। মানববন্ধন ময়মনসিংহে ৭শত পিস ইয়াবাসহ ডিবির হাতে গ্রেফতার ২ ময়মনসিংহে নায়েব  শফিকুল ইসলামের বিরুদ্ধে বহু অভিযোগ!  ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ফুলপুরে কোটা বিরোধী আন্দোলনের বিতর্কিত পুলিশ অফিসারের বদলী হয়নি জেলার বাইরে!

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, ময়ৃনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরে ৪৫২ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটে রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৩৬২ কোটি টাকা। একই সাথে এ সভায় ২০২১-২০২২ অর্থবছরের ২৩৫ কোটি ২৪ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে এবং কাউন্সিলর ও কর্মকর্তাগণের উপস্থিতিতে সভায় এ বাজেট অনুমোদন করা হয়। বাজেট সভার আগে সকালে মেয়রের সভাপতিত্বে মসিকের ১৮ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র বলেন, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সংকটকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সিটির প্রাপ্তবয়স্ক প্রায় ৮৫ ভাগ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সিটির সেবাকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাজেট বাস্তবায়ন সম্পর্কে মেয়র বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিতে হবে যেন সর্বোচ্চ নাগরিকসেবা নিশ্চিত করা যায়। এছাড়া, বিভিন্ন আয়বর্ধক উদ্যোগগুলোকে বাস্তবায়নে অধিক মনোযোগ দিতে হবে যেন সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পায়। এ অর্থবছরে সাধারণ সংস্থাপন ব্যয় ২৪ কোটি টাকা, শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা ও সমাজকল্যাণ খাতে ৪ কোটি ২৬ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ২ কোটি ৯৫ লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১৪ কোটি ৪০ লক্ষ টাকা, উন্নয়ন খাতে ২১ কোটি টাকা, পরিবহন খাতে ৭ কোটি ৮০ লক্ষ টাকা, নগর পরিকল্পনা খাতে ২ কোটি টাকা এবং বিবিধ খাতে ৫ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে।

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোঃ ইউসুফ আলী, বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হোসেন ডন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং সিটি কর্পোরেশনের অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD