ময়মনসিংহ শহরের ১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এস আই উজ্জল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রমেশ সেন রোডস্থ পারভীন (৫০) ও বিলকিস (৩০) কে ২৫ লিটার মদসহ আটক করেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ এর প্রেক্ষিতে বিকাল ৪ টায় রমেশ সেন রোডে মাদক বিক্রির খবর পেয়ে ১ নং পুলিশ ফাড়ির এস আই উজ্জল কনস্টাবল সাইফুল আমিন ও নারী কনস্টাবল ঝুমা আক্তার অভিযান চালিয়ে মাদক (মদ) বিক্রি করা সময়ে পারভীন ও বিলকিসকে আটক করে তাদের হাত থেকে ২৫ লিটার মদ উদ্ধার করে ফাড়িতে নিয়ে আসেন। উদ্ধার করা মদসহ আসামীদ্বয়কে থানায় নিয়ে অভিযোগ দায়ের করেন।