শেরপুরের শ্রীবরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুছ স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৪সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে তিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাংবাদিকদের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম বকুল, এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। আলোচনা শেষে প্রেসক্লাব শ্রীবরদী’র পক্ষ থেকে ইউএনও’কে ক্রেস্ট প্রদান করা হয়।