স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে মুক্তাগাছা ও ঢাকা মহানগরীর পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো, গৌরীপুরের কুখ্যাত সন্ত্রাসী এলবার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকি, মনিরুজ্জামান ওরফে জামান মিয়া ও মোঃ সোহাগ মিয়া।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, গৌরীপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যাকান্ডের মুলহোতা হত্যাকান্ডের পরপরই কৌশলে পালিয়ে যায়। ঘাতককে গ্রেফতারে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ টানা অভিযান শুরু করে। ডিবির এসআই পরিমল চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মুক্তাগাছা পৌর এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানার মামলা নং-১০, তারিখ-১৬/০৯/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি গৌরীপুরের কুখ্যাত সন্ত্রাসী এলবার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকিকে গ্রেফতার করে। এসআই পরিমল সরকার বলেন, এলভার্ট ডেভিড রকি ওরফে ডেবিট রকির বিরুদ্ধে হত্যা, চুরি, সন্ত্রাসী, পুলিশের উপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, অপহরণসহ হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
অপর অভিযানে এসআই মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন রাজধানীর শেরে বাংলা নগর থানা, পশ্চিম রাজা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৪(৯)২২ -৩০৬ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি মনিরুজ্জামান ওরফে জামান মিয়াকে গ্রেফতার করে।
এছাড়াও এসআই পরিমল চন্দ্র সরকার শনিবার ভোর রাতে ঢাকা মহানগরীর শাহআলী থানার দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার মামলা নং-০৯(৯)২২ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ১১(খ)/১১(গ)/৩০ এর পলাতক আসামি মোঃ সোহাগ মিয়াকে গ্রেফতার করে।