ময়মনসিংহ ৪ সদর আসন এলাকার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাঘবপুর নজরুলের মোড় এলাকায় বুধবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে , স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক , জনসম্মুখে সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। পদ্মাসেতু র মত এত বড় প্রজেক্ট বাস্তবায়ন একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই সম্ভব হয়েছে।ইন্টারনেটের ডিজিটালাইজেশনের কথা উল্লেখ করে তিনি বলন, এখন হাতে হাতে মোবাইল,ঘরে বসে সারা দুনিয়ার খবর নেয়া যাচ্ছে, কথা বলা যাচ্ছে, এটাও কিন্তু সরকারের বড় বড় উপহার গুলোর মধ্যে অন্যতম বলে মন্তব্য করেন এইচ এম ফারুক। পাশাপাশি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ ও ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাজাহান সিরাজ ও ১নং ওয়ার্ডের মেম্বার সফি আলম সহ অত্র এলাকার আওয়ামিলীগ ও যুবলীগ ছাত্রলীগের কর্মীবৃন্দ প্রমুখ।