স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে গৌরীপুর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত অঞ্চল গড়ে তুলতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে ডিবির এসআই রেজাউল আমীন সংগীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডেংগা থেকে দেড়কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, গৌরীপুরেরতাতরাকান্দার মোজাম্মেল হক, নেত্রকোণারা পূর্বধলার হামিদপুরের মোঃ আলম মিয়া ও মোঃ রমজান মিয়া। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।