স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ,মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করতে কোতোশালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই তানভীর আহম্মেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী, গোদারাঘাট থেকে অন্যান্য মামলার আসামী আজহারুল ইসলাম, গোলাম মোস্তফা ওরফে মোস্তুল, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম রাজবাড়ী বিএনপি অফিসের সামনে থেকে অন্যান্য মামলার আসামী মাশুকুর রহমান আলরাজী, মর্তুজা হোসাইন, পারভেজ আহমেদ জাহিদ, এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী আসামী আরমান, এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টীম গোলকিবাড়ি এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মাহবুব হোসেন মনিরক গ্রেফতার করে। এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম সানকিপাড়া নয়ন মনি মার্কেটের সামনে থেকে অন্যান্য মামলার আসামী আব্দুল্লাহ আল শাওন, আরিফুল ইসলাম ও মেহেদীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই ফারুক আহমেদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভূক্ত নুর মোহাম্মদকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।