দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের নতুন নেতৃবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছে নেতাকর্মীরা।
রোববার উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি উসমান গনি তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম সফিককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এরপর দলের উপজেলা কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা, নব নির্বাচিত সভাপতি উসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম সফিক, উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিপ্লব মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।