স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভালুকার জামিরদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বুধবার ডিবির এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ভালুকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জামিরদিয়া মধ্যপাড়া থেকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নাম এস.এম মামুন। সে কক্সবাজার টেকনাফ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ভালুকা থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।