স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যালে বুক জ্বালাপোড়া সচেতনতা বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বুক জ্বালাপোড়া সচেতনতা সপ্তাহ উপলক্ষে এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুই নম্বর গ্যালারিতে বুক জ্বালাপোড়া বিষয়ক সচেতনতা র্শীষক বৈজ্ঞানিক সেমিনারে মমেক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শাহ আলমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডোর মেডিক্যাল অফিসার ডাঃ মুসরাত মেহজাবিন মিমু। অনুষ্ঠানে প্রধান অতিথির ঊক্তব্য রাখেন মমেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল কাদের, বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ডাঃ মোহাম্মদ রেজাউল করিম ও ডাঃ আমিনুল ইসলামসহ অনেকেই। সেমিনারে বিভাগীয় প্রধানসহ শতাধিক চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।