স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রন, চুরি ছনিতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতে পারোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতাওে নিয়মিত অভিযান চারিয়ে আসছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম মড়ল বাড়ী মাদ্রাসা মার্কেট সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ জনি মিয়াকে নেশা জাতীয় ইনজেকশনসহ, এসআই রাশেদুল হাসানের নেতৃত্বে একটি টীম ৩৬ বাড়ী কলোনী এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলায় আসামী অপু, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম ষ্টেশন মোড় সংলগ্ন মালগুদাম এলাকা থেকে বিষ্ফোরক মামলায় আসামী অপু, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চর কালীবাড়ীস্থ হাবন মিয়ার পুকুর পাড় জুয়াড়ী মোঃ সুজন ও মোঃ আনোয়ার হোসেন মিঠুনকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে। এছাড়া এসআই আল মামুন অভিযান চালিয়ে চর কোনাপাড়া থেকে পরোয়ানাভুক্ত আসামী নাজমুল হাসানকে গ্রেফতার করে। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে।