স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজনের নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি পদে আলহাজ এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এছাড়া বিলুপ্ত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা করা হয়েছে। শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ ঘোষণা দেন।