স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ১ লা জানুয়ারী ২০২৩ বিপুল উৎসাহের সাথে উৎসবমুখর পরিবেশে দেশব্যাপ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনার অভিঘাত কাটিয়ে এবার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে ২০২৩ সালের নতুন শিক্ষাবর্ষের পাঠদানের জন্য মুদ্রিত এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসেবে পাহাড় অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাতিলেইট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাতিলেইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জননেতা এডভোকেট ইমদাদুল হক সেলিম। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন খান ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য লুইস সুপ্রভাত জেংচাম, স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।