স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই মোঃ ফারুক আহম্মেদ ১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান স্বদেশী বাজার মোড় থেকে বিষ্ফোরক মামলায় আসামী আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান পাটগুদাম বাসস্ট্যান্ড শ্যামল ছায়া কাউন্টারের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ জীবন মিয়াকে দেশীয় অস্ত্র সহ, এসআই মোঃ উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম খাগহডর এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মাহফুজুল করিম, এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় মেছুয়া বাজারের সামনে থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ পারভেজ, এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রাজ হোসেন রাজ, এসআই শাহজালাল, ৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আকুয়া বাইপাস মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আব্দুস সামাদ হৃদয়, এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের গেইটের সামনে থেকে অন্যান্য মামলার আসামী তাজ উদ্দিনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই এসএম নুরমোহাম্মদ, এসএসআই সায়েম, দুলাল চন্দ্র সরকার, সুজন চন্দ্র সাহা পৃথক পৃথক অভিযান পরোয়ানাভুক্ত আরো ৪ জনকে গ্রেফতার করে। তারাবহলো, মোঃ নীল মিয়া, রবিন আহমেদ রনি, সাকিব ও মোঃ জীবন মিয়া। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।