তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন যখন দুর্বিষহ । বিশেষ করে হতদরিদ্র অসহায় মানুষের কথা চিন্তা করে ময়মনসিংহ সদর উপজেলার ১১ ইউনিয়নে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
১০ জানুয়ারি দুপুর ২ টায় নগরীর মিন্টু কলেজ মাঠ থেকে ১১ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এসব কম্বল তুলে দেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রতি ইউনিয়নে ২শ করে ২২শ কম্বল দেয়া হয়। মহানগরের বিভিন্ন স্থনে আরও ৫শ কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও মোহিত উর রহমান শান্তর মা ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম নুরুন্নাহার আরও ৬শ কম্বল বিতরণ করেন।
এসময় ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।