স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে শাওন হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটককৃতদের পুলিশী জিজ্ঞাসাবাদ চলছে।
নিহতের পরিবার ও কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর তিনকোনা পুকুর পাড় এলাকার হযরত আলীর ছেলে শাওনকে সোমবার সন্ধায় দিদার, শাহীন এবং ওমি মোবাইল ফোনে ডেকে নেয়। পরবর্তীতে ঢাকা-ময়মনসিংহ বাইপাস রোডের গন্দ্রপা বাংলাদেশ ব্যাংক সংলগ্ন এলাকায় আড্ডা দেয়। রাত প্রায় ১০ টারদিকে শাওনের সাথে শাহীন, দিদার ওমি সহ অন্যান্যরা পাওনা টাকার অজুহাতে তর্কবিতর্কে জড়ায়। নিহতের পরিবারের মতে, টাকা আনতে শাওনের স্ত্রীর কাছে ফোন করতে বাধ্য করে। শাওন এ সময় তাকে বেধে রাখার কথা স্ত্রীর কাছে প্রকাশ করে। এতে শাহীন সহ চক্রটি ক্ষিপ্ত হয়ে শাওনকে মারধর এবং এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে শাওন রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটে পড়লে ঘাতক চক্র পালিয়ে যায়। মঙ্গলবার সকালে শাওনকে পড়ে থাকতে দেখে অজ্ঞাত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।
ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেনের নেতৃত্বে এসআই নিরুপম নাগ, উমর ফারুকসহ একটি টিম হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যে হত্যায় জড়িত তিনজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে।