ময়মনসিংহের ফুলপুরে শিশু বলাৎকারের ঘটনায় আসামী মমতাজ আলী (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। জানা যায়, গত (৬ জানুয়ারি) শুক্রবার উপজেলার বালিয়ায় ৮ বছরের শিশু আলিফকে নামাজের কথা বলে একটি ঘরে নিয়ে বলাৎকার করে ধর্ষক মমতাজ আলী (৪৫)। পরে শিশুটির মা নাজমা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। ১৭ জানুয়ারি মঙ্গলবার গৌরিপুর থানার শ্রীধরপুর এলাকায় মেয়ের জামাই বাড়ি থেকে আসামী মমতাজ আলীকে গ্রেফতার করে র্যাব-১৪। ধর্ষণকাণ্ডের পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিলো। ধর্ষক মমতাজ আলী (৪৫) বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হাছেন আলীর মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন যাবৎ ঘর জামাই হিসেবে অবস্থান করে আসছিল।