মফস্বল সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। ফুলপুর প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক (যুগান্তর প্রতিনিধি) নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভোরের ডাক প্রতিনিধি) বিল্লাল হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ- সভাপতি ক্বারী সুলতান আহম্মদ (দৈনিক জাহান), যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক (স্বদেশ সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, মিজানুর রহমান আকন্দ (আমার সংবাদ), নজরুল ইসলাম ফকির (দেশের খবর), আজাহারুল ইসলাম (দেশেরপত্র), মোখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), আবু রায়হান (ভোরের কাগজ), এম এ মোতালেব (আমাদের অর্থনীতি), গোলাম মোস্তফা (কালবেলা), সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), বাহার উদ্দিন (সময় সংবাদ), মফিদুল ইসলাম (মুক্ত খবর), আব্দুর রহমান রনি (সাপ্তাহিক ফুলতারা), মাজহারুল ইসলাম (ব্রহ্মপুত্র এক্সপ্রেস), মিজানুর রহমান সুজন (সিএন নিউজ-২৪), উজ্জল চৌধুরী (সুবর্ণ বাংলা), নূর হোসেন খান (শীর্ষ খবর), জুয়েল রানা (দৈনিক মুক্তালোক), শাফায়েত উল্লাহ শান্ত (সাপ্তাহিক ফুলতারা) প্রমুখ। উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত নতুন কমিটির একটি খসড়া তালিকা অনুমোদনসহ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নার্থে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।