ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দলকে ২ উইকেটে হারিয়ে নেত্রকোণা জেলা পুলিশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২/২৩ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টি-টুয়েন্টি ফরমেটে নির্ধারিত ১৫ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাসমেট কনস্টেবল/আরাফাতের দুর্দান্ত ৭২ রানের ইনিংসের উপর ভর করে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে খেলায় ১৫০ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল নিয়মিত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। সেখান থেকে কনস্টেবল/ আব্দুস সামাদের অনবদ্য ৭৫ রানের ইনিংসের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল।
মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর; মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা; মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), নেত্রকোনা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল নক-আউট পর্বের ভিত্তিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল এবং রানার্সআপ হয়েছে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল।