ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছেন।
পুলিশ জানায়,এসআই(নিঃ)মোঃ আলাউদ্দি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কৃষ্টপুর মালঞ্চ কলোনী সাকিনস্থ মোঃ রুবেল মিয়া(৩০)কে ১৫(পনের)পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আব্দুল্লাহপুর ঋষিপাড়া সাকিনস্থ ধৃত আসামী জীবন ঋষি (৪৫)এর বসত বাড়ীর উঠান হইতে ১০(দশ)লিটার চোলাই মদ উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ঢাকা তুরাগ থানা এলাকা হইতে নারী অপহরন মামলার অভিযুক্ত মোঃ সোহানুর রহমান সায়েম (২৫)কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চর হাসাদিয়া এলাকা হইতে মারামারি মামলার অভিযুক্ত মুনসুর (২৫)কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) নুর ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর ও ০১টি জিআর সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন।
গ্রেফতারকৃতরা হলেন, রেজাউল, মোঃ মানিক মিয়া ও মোঃ শামস উদ্দিন ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।