স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের রোগমুক্তি কামনায় জেলা পরিষদ ময়মনসিংহর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন হলরুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মামুন আরিফ, মাহবুবুল আলম মামুন, ডাঃ কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন উজ্জল, আবু বকর ছিদ্দিক বাহার, আবু বকর ছিদ্দিক দুলাল, মোস্তফা কামাল, ফারজানা শারমিন বিউটি, আরজুনা কবির, সালমা বেগম, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান, আব্দুর রউফ, মাহমুদুর রহমান তসলিম, মোঃ ফিরোজ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। পরে কাচারি নুর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির উন্নতি এবং মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন।