ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা’র এসআই আব্দুল জলিল এর অভিযানে ৬৬ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৫ ফেব্রুয়ারী ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ জানায়, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন বালিপাড়া থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০২.২৫ ঘটিকায় ৬৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ নূরন্নবী আকন (৩২)কে গ্রেফতার করা হয়।
অপর আরেক অভিযানে,এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন কামারিয়া মাইজপাড়া থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাত ২২.৪০ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় (১৯) ও সুলতান আলম (৩৯) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।