স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে ছেলের হাতে পিতা খুনের একমাত্র আসামী ছেলে আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ফুলপুর থেকে এই ঘাতককে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হলে সে স্বেচ্ছায় স্বিকারোক্তি প্রদান করে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পরাণগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুরে গত ১৪ ফেব্রুয়ারি সকালে জৈন উদ্দিন (৮০) তান নিজ জমিতে কৃষি কাজ করছিল। এ সময় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জৈন উদ্দিনের প্রথম পক্ষের (প্রথম স্ত্রীর) ছেলে আব্দুল মতিন (৪০) তার হাতে থাকা দা দিয়ে তার পিতাকে উপর্যপুরি কুপিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের অপর ছেলে সাকিব বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৭/১৫৬, তারিখ-১৪/০২/২০২৩ ইং, ধারা-৩০২ পেনাল কোড দায়ের করেন। ছেলের হাতে পিতা হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ টীম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডের একমাত্র আসামী আব্দুল মতিনকে ফুলপুরের চর নিয়ামত তমিরের মোড় এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আশরাফুল আলমের নেতৃত্বে কোতোয়ালী পুলিশ গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার এসআই আশরাফুল আলম বলেন, এ মামলার একমাত্র আসামী গ্রেফতারকৃত আব্দুল মতিনকে বৃহস্পতিবার আদালতে পাঠটটানো হলে হত্যাকান্ডের দায় স্বিকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।