ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণে প্রভাত ফেরীর মিছিল, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে প্রভাত ফেরীর মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিমা বেগম সালমা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। এর আগে শহরের বড় পুকুর পাড়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রভাত মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেলিমা বেগম সালমা ও আব্দুল মালেক সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা সিরাজদৌলা মঞ্জু, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মৎস্যজীবি লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত সরকার, আওয়ামী লীগ নেতা তারা মিয়া, খলিলুর রহমান, হাসান মাহমুদ সেলিম, হারুন আর রশিদ উজ্জ্বল, শরিফ, ইলিয়াস হোসেন, হাবিব হালিম, ছাত্রলীগ নেতা আবুল হাসনাত জনি, এনামুল হক, আবু সাইদ মিলন, আনোয়ার, শফিকুল ইসলাম রাজু, শাকিল মিয়া, কামরুজ্জামান সেতু, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা খাতুন মহিলা, শারমিন আক্তার সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।