ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্ধার করা মোবাইল বিতরন করলেন ইন্সপেক্টর ওসি তদন্ত ফারুক হাসান প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলেন
আজ বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি ২০২৩) তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত ফারুক হাসান তথ্যপ্রযুক্তির মাধ্যমে ১টি মোবাইল ফোন উদ্ধার করেন। গ্রাহকদের এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন ইন্সপেক্টর ওসি তদন্ত ফারুক হাসান হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দিত ও কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।