স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত অপরাধীসহ ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি ও সাজা কার্যকর নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত চারজন সহ ১৭ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাক থেকে চুরি মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন রতন, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম বয়ড়া এলাকা থেকে মারামারি মামলার আসামী এএম শোয়াইব, এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ নজরুল ইসলাম, মোঃ বাবুল মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ নাসির উদ্দিন ওরফে দুলাল, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম চর লক্ষীপুর এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ হাফিজুর রহমান বাবু, মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আনোয়ার হোসেন, রুবেল মিয়া, টিটু সরকার, মনিতোষ মজুমদার, তাইজুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক, মাসুম, ফরহাদ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত চারজন সহ আরো ৫ জন পরোয়ানাভুক্ত ৯ জনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আজিজুল হক, মোঃ আকরামুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম খান ও মোঃ মফিজুল ইসলাম। পরোয়ানা ভুক্তরা হলো, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আলতাফ হোসেন, মোঃ ইদ্রিস আলী, মোঃ লিয়াকত আলী ও মোঃ সুহেল মিয়া।
গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।