1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ টেকসই করতে হলে জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন অত্যাবশ্যকঃ ড. আনিসুজ্জামান চৌধুরী ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষকের ‘বলৎকার চেষ্টায়’ শিশু নির্যাতন! ৮ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ময়মনসিংহের পুলিশ ভুয়া মামলা, ভৌতিক বিল—সবই এক প্রকৌশলীর চক্রান্ত! ত্রিশালে ৫ লক্ষ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পুলিশ কি দোষ করেছে? তারা কি নিজের ইচ্ছায় মাঠে নামে? ময়মনসিংহে ডিবির অভিযানে নগরীতে স্বস্থি দুই চাঁদাবাজ গ্রেফতার জেল গেইটে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি অনি আটক সারা দেশের তুলনায় ময়মনসিংহ জেলা ও সদরে আইনশৃঙ্খলা ভাল জনতার আস্থার প্রতীক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মডেল মসজিদ ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবভন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন ।


ময়মনসিংহ ফুলবাড়িয়া মডেল মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, উপজেলা আওয়ালীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজনের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন।
ফুলবাড়িয়া উপজেলা ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন তৃতীয় পর্যায়ে যে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন, তা আমাদের জন্য একটি বড় পাওয়া। সে অনুযায়ী আমরা কাজ করেছি। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
ময়মনসিংহ গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান বলেন, ইতোমধ্যে মসজিদের সকল কাজ শেষ হয়েছে। উদ্বোধনের পর মুসল্লীদের নামাজ আদায়ের জন্য মসজিদটি উন্মুক্ত করে দেয়া হবে।
মডেল মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। রয়েছে অর্ধশত মানুষের একসাথে অজুর ব্যবস্থা রয়েছে। হজ গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, লাশ দাফনের পূর্বের আনুষ্ঠানিকতা, হিফজখানা, প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ এবং গাড়ি পার্কিং সুবিধা সহ মসজিদটি সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD